উৎপল ঘোষ,যশোরঃ
যশোর বেনাপোল পোর্ট থানা এলাকার একটি বসতবাড়ির শয়নকক্ষ থেকে আনুমানিক ১২ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের ৬২কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬ ও বিজিবির যৌথ আভিযানিক দল।
যশোর র্যাব-৬ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোঃকমান্ডার রাসেল বলেন গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ যশোরের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজার একটি বড় চালান দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।
বিষয়টি জানতে পেরে র্যাব-৬, যশোর ক্যাম্প এর একটি আভিযানিক ২৫ অক্টোবর সকাল আনুমানিক ০৭ টা ২০ মিনিটের সময় বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের (সীমান্তবর্তী এলাকা) মোঃ সাগর হোসেন (২৪) এর বসতবাড়িতে কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্যের চালান সরবরাহের জন্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছে।
র্যাব-৬, যশোর ক্যাম্প ও ৪৯ বিজিবির যৌথ আভিযানিক দল উক্ত বসতবাড়িতে অভিযান পরিচালনা করে সকালে মাদক ব্যবসায়ী আসামী বাহাদুরপুর গ্রামের জাকির হোসেনের এর পুত্র মোঃ সাগর হোসেন (২৪)(ii) শার্শা থানাধীন দুর্গাপুর গ্রামের আঃ মোমিন এর পুত্র মোঃ ইমরান হোসেন (২৭)ও বেনাপোল পোর্ট থানাধীন ধান্যখোলা গ্রামের মোঃআঃ বক্করের পুত্র জসিম উদ্দিন (৩৫) কে আটক করে। গ্রেফতারকৃত আসামীদেরকে তল্লাশীকালে তাদের হেফাজতে থাকা শয়নকক্ষের মধ্যে চৌকির নিচ হইতে মোট ৬২ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মুল্য ১২,৪০,০০০/- টাকা। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা পরস্পরের সহযোগীতায় দীর্ঘদিন যাবৎ অবৈধ ভারতীয় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে বলে জানা যায়। আটককৃত আসামী মোঃ জসিম উদ্দিন (৩৫) এর বিরুদ্ধে ০২ টি মাদক মামলা ও ০২ টি মানিলন্ডারিং প্রতিরোধ আইনের মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply