উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :
বাগেরহাট রামপাল থানার ৭১ সালে মহান মুক্তিযুদ্ধে গনহত্যা ও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামীকে ঢাক যাত্রাবাড়ি হতে আটক করে র্যাব-৬
রামপাল থানার মামলা সুত্রে জানা যায়,আসামী শেখ রফিকুল ইসলাম বাবুল ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িয়ে পড়ে। এ সংক্রান্তে আন্তর্জাতিক অপরাধ ট্রা্ইব্যুনাল-১ তার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে মোট পাঁচটি চার্জ গঠন করে। গত ৩০ নভেম্বর ২০২৩ ইং আন্তর্জাতিক অপরাধ ট্রা্ইব্যুনাল-১ গনহত্যা ও মানবতাবিরোধী অপরাধে গঠিত আসামী শেখ রফিকুল ইসলাম বাবুলের বিরুদ্ধে গঠিত সবগুলো চার্জেই দোষী সাব্যস্ত করে এবং আসামীকে মৃত্যুদন্ডের আদেশ প্রদান করে। আন্তর্জাতিক অপরাধ ট্রা্ইব্যুনাল-১ কর্তৃক মৃত্যুদন্ড আদেশ প্রদানের পর থেকে আসামী শেখ রফিকুল ইসলাম বাবুল বিভিন্ন সময় দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রা্ইব্যুনাল-১ এর আদেশ প্রাপ্ত হওয়ার পর থেকে র্যাব-৬ এর চৌকস গোয়েন্দা দল আসামী গ্রেফতারে গোয়েন্দা কার্যক্রম চলমান রাখেন।
র্যাব-৬ এর গোয়েন্দা দল ১৬ জুলাই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে,আসামী ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অবস্থান করছে।
পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৬ এর একটি অভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে।
১৬ জুলাই র্যাব-৬ এর আভিযানিক দলটি উক্ত তথ্যের ভিত্তিতে ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শহিদ ফারুক রোড এলাকায় র্যাব-১০ এর সাথে যৌথ অভিযান পরিচালনা করে গনহত্যা ও মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী শেখ রফিকুল ইসলাম বাবুলকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অররাধ ট্রাইব্যুনাল-১, ঢাকায় হস্তান্তর করা হয়।
Leave a Reply