1. admin@durnitirsondhane.com : admin :
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন

পেশাদার চুরি/ছিনতাইকারী চক্রের ২ সদস্যকে চাকু ও লেপটপসহ আটক।

  • আপডেট সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৬৪ বার পঠিত

ডিএস নিউজঃ
যশোরে চোর চক্রের সদস্য গ্রেফতার গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে একটি টিম ইং ২০/১০/২০২৪ তারিখ সন্ধ্যায় যশোর কাপুড়িয়াপট্টি এলাকায় অভিযান চালিয়ে ১জন ছিনতাইকারী/চোর চক্রের মুল হোতা ইমনকে চাকু সহ চোরাইকৃত মালামাল সহ আটক করেন।

গ্রেফতাকৃত ইমন গত ০২/০৭/২০২৪ইং তারিখ রাতে বেজপাড়া তালতলা বাজারে জনৈক ইমরান হোসেন এর “ফারহান ট্রেডার্স” নামক প্রতিষ্ঠানের ঘরের চাল কেটে ভিতরে প্রবেশ করে নগদ ৫ হাজার টাকা ও লেপটপ চুরির ঘটনা স্বীকার করে ধৃত আসামীকে নিয়ে বেজপাড়া তালতলা বাপ্পির বাসায় অভিযান চালিয়ে তাকে চোরাইকৃত লেপটপের ভাঙ্গা অংশ উদ্ধার সহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে ইমন একাধিক চুরি/ছিনতাইয়ের তথ্য প্রদান করে। ইমনের বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে। প্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামী সাইফুল ইসলাম ওরফে ইমন (২৫),পিতা- ইমান আলী,
বাপ্পি রহমান(২৩), পিতা- মোঃ লুৎফার নাতু,
গ্রেফতারের সময় আসামীদের কাছ থেকে
১টি বার্মিজ চাকু,১টি চোরাই লেপটপের ভাঙ্গা অংশ উদ্ধার করা হয়।

যশোর জেলা পুলিশের এসপি সাংবাদিকদের জানায় “বাংলাদেশ পুলিশের শপথের কথা-দেশের মানুষকে রাখবো নিরাপদ,
সত্য উদঘাটনে বদ্ধ পরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 Durnitirsondhane
Theme Customized By Theme Park BD