সাইফুল ইসলাম
নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালীতে জেলা আওয়ামীলীগের উদ্যোগে হরতাল বিরোধী শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্ল্যা খান সোহেল ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর নেতৃত্বে রবিবার সকাল থেকে বিএনপি-জামায়াতের নির্বাচনে ইশতিহারের বিরুদ্ধে ডাকা হরতাল এর বিরুদ্ধে
নোয়াখালী জেলা আওয়ামীলীগের জেলা অফিসের সামনে অবস্থান নেয় নেতাকর্মীরা।
পরে হরতালের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অফিসে সামনে শেষ হয়।
এই সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্ল্যা খান সোহেল সাংবাদিকদের বলেন আমরা বিএনপি-জামায়াতের এই হরতাল মানি না।
জনগন তাদের আগুন সন্ত্রাসকে না বলে তারা রাস্তায় নেমে এসেছে। যেখানেই বাধা আসবে সেখানেই প্রতিরোধ করা হবে।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে
জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু বলেন দেশের সংবিধান অনুযায়ী তফসিল ঘোষণা করা হয়েছে, এবং যথাযথ নির্বাচনের দিকে আওয়ামীলীগ এগিয়ে যাচ্ছে। যিনি নৌকা মার্কা নমিনেশন পাবেন জেলা আওয়ামীলীগ তাদের পক্ষে কাজ করবে।
এইসময় আওয়ামীলীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply