রাজু আহমেদ রাজঃ
রাজধানীর উত্তর বরদাস্ত জিএম বাড়ির সংলগ্ন খালপাড় রোডে রাজুকের নির্দেশনা না মেনে হুতল ভবনে নির্মাণ কাজ চলছে।
এলাকাবাসীর অভিযোগে সরেজমিন গিয়ে দেখা যায় ঘটনার সত্যতা। ভবনের ঠিক সামনেই খেলার মাঠ। বাচ্চারা খেলছে ক্রিকেটসহ নানা ধরনের খেলা। দুরন্ত বাচ্চারা ক্রিকেট বল আনতে যাচ্ছেন নির্মাণাধীন ঝুঁকিপূর্ণ বাড়ির নিচে। সুত্রে জানাযায় রাজউক কর্তৃক বাড়ি নির্মানের অনুমতি নেই থাকলে বাড়ি নির্মাণের নির্দেশনা বোর্ড মেনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতো। এলাকার মানুষের যাতায়াত রয়েছে উক্ত বাড়ির নিচ দিয়ে তাদের নিরাপত্তা তোয়াক্কা করছে না ভবন কর্তৃপক্ষ।
৬তলা ভবনের ৪তলা নির্মান হয়েছে কোনো প্রকার সেপ্টি কিংবা নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই। এরই মধ্যে দেখাযায় ২য় ও ৩য় তলায় রয়েছে মানুষের বসবাস।
ভবনের সামনে নেই কোন নিরাপত্তা বেড়া কিংবা উপর থেকে পড়া ইট পাথর প্রতিরোধের ব্যবস্থা। দুর্ঘটনা এড়াতে কোনো ব্যবস্থা না থাকায় বাড়ির মালিক মিসেস হাসানের মুঠো ফোনে বাড়ি নির্মান সংক্রান্ত তথ্য জানতে চাইলে তিনি প্রতি উত্তরে বলেন তার ভাই আছে তিনি সব জানেন। অজ্ঞাত ব্যাক্তি পরিচয় না দিয়ে প্রতিবেদককে হুমকি দিয়ে জানতে চান কেনো সাংবাদিক উক্ত বাড়ির বিষয় কথা বলছেন? তিনি জানায় বাড়ির নির্মান কাজ শেষ হয়েছে কয়েক বছর আগে অনুসন্ধান টিম দেখতে পায় নির্মান কাজ চলমান রয়েছে কাজ করছে শ্রমিকদল। অনুমোদন সংক্রান্ত নথিপত্র দেখাতে অস্বীকার করেন। জনসচেতনতায় নিউজটি প্রকাশ করা হলো।
Leave a Reply