নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ী হকাররা ফুটপাত ও রাস্তা দখল করায় বাড়ছে যানজট,মাদক বেচাকেনা,লুটপাট চাঁদাবাজী সহ অপরাধী চক্র বেপরোয়া।
রাষ্ট্র সংস্কারের চেষ্টা চলছে অন্যদিকে বাড়ছে জন-বিভক্তি।মতবিরোধের পেছনে রয়েছে চক্রান্ত।কারা করছে এমন কাজ? জানতে চাইলে সাধারণ মানুষের মন্তব্য! দেশবিরোধী শক্তি ভারতের পৃষ্ঠপোষক সদ্যবিদায়ী আওয়ামীলীগ বিভিন্ন ভাবে গুজব ছড়িয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টায় লিপ্ত রয়েছে। গণমাধ্যমের ক্যামেরায় সকল ষড়যন্ত্রের তথ্য প্রকাশ পেলেও থেমে নেই তারা একের পর এক চালিয়ে যাচ্ছে তান্ডব। নানা ধরনের পরিকল্পনা চালিয়ে গেলেও ছাত্র জনতা ভেস্তে দিচ্ছে সকল চক্রান্ত।
অন্যদিকে স্বপক্ষের লোক দাবি করে দখলবাজি লাটপাট,চাঁদাবাজি, মাদক-বানিজ্য সহ আইনবিরোধী কর্মকান্ডে লিপ্ত হচ্ছে।
রাজধানীর গুলিস্তান এলাকায় দেশের দুর-দুরান্ত থেকে আসা ক্রেতা ব্যবসায়ীরা প্রতিদিন প্রায় ১০লাখ মানুষের আগমন ঘটে।গুলিস্তানের পাতাল মার্কেটের সামনে ৪লেয়ারে ফুটপাত দখলের চিত্র দেখা যায়।প্রতিবাদ করলে হকাররা সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়।প্রতিবাদ করলেই হামলার স্বীকার হচ্ছে সাধারণ মানুষ। জিনিসেরদাম ইচ্ছে মতো হাকছে,পণ্য দেখলেই নিতে হবে অন্যথায় বেইজ্জতি হতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। অন্তরালে চলছে মাদকের হাট,পাসেই রয়েছে গোলাপ শাহ মাজার ছদ্মবেশে রয়েছে অপরাধী গ্যাং, পুলিশ নিরাবতা পালন করায় বেপরোয়া চক্র।
এব্যপারে পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার এর সাথে কথা হলে তাৎক্ষণিক পুলিশের একটি টিম দখল মুক্ত করার জন্য নির্দেশ দেয়।
হকারদের দখলে থাকা স্থানে ডিউটিরত এসআই শরিফ জানায় জনস্বার্থে রাস্তা ফুটপাত দখল মুক্ত রাখা হবে, সেই সাথে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেফতার চেষ্টা চলছে।
Leave a Reply