AUTHOR: durnitirsondhane
POSTED: শুক্রবার ২৬ ফেব্রুয়ারি ২০২১at ৯:০০ অপরাহ্ণ
35 Views
মুহাম্মদ রকিবুল হাসান (রনি), সিনিয়র স্টাফ রিপোর্টার: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ০১ জানুয়ারী ২০২১ তারিখে ঢাকার প্রাণকেন্দ্র রামপুরা বনশ্রীর বি ব্লকের তিন নাম্বার রোডের এগার নাম্বার হাউজে সফল পাঁচ নারী উদ্যাগে মিলে ফ্রেন্ডস কালেকশন এন্ড টেইলার্স নামে প্রতিষ্ঠান টির শুভ উদ্বোধন করা হয়।উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পীরজাদা শহিদুল ইসলাম হারুন,সাবেক অর্থমন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডা: আনোয়ার ইমন ফরাজী,চেয়ারম্যান ফরাজী ডেন্টাল হসপিটাল,রুপা আহমেদ,চেয়ারম্যান,নারী উদ্যাক্তা বাংলাদেশ,রবীন আহমেদ,সিইও আরিয়ান ডট.কম
সহ এক ঝাঁক সফল ক্ষুদ্র ও বড় নারী উদ্যাক্তা সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী সহ আরো অনেক গৌন্যমান্য ব্যক্তিবর্গ।উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ফ্রেন্ডস কালেসশন এন্ড টেইলার্স এর কর্ণধার পাঁচ নারী উদ্যাক্তা,মিসেস,রেহানা,রাহিমা আক্তার,হালিমা আক্তার বেবী,সাবিনা ইয়াছমিন,রুমানা আক্তার, উদ্বোধনী অনুষ্ঠান শেষে পাঁচ উদ্যাক্তা নিজের ব্যক্তিগত মতামত দিয়ে বলেন আমরা এখন স্বল্প পরিসরে আরম্ভ করেছি পরভর্তিতে আমরা আমাদের ফ্রেন্ডস কালেকশন এন্ড টেইলার্স বড়সড় পরিসরে করবো ইনশাআল্লাহ ।